গুম হওয়া অর্ধ জীবন

গুম হওয়া অর্ধ জীবন

 

শামীম রেজা

 

এ যাত্রা শঙ্খিনী তুই ও যাত্রা উষ্ণ রজনী ধাঁধা 
তোকে সঙ্গ করি তোকে অন্ত করি তুই ধর্মবোন
কৃষ্ণরাই কৃষ্ণরাই করে ভেলকি লাগালো শাহজাদা 
তুই গেলে হীরাবাঈ খুন হয়,খুন হয় মন।

আধেক পুড়েছি আমি আধেক ভিজেছি জলে 
দুঃখ করি না তবু এখনোতো ভাত কাপড় চলে!!
দরবেশ দশচক্রে ভূত,রাজার নীতি নাই
প্রতিবাদী কাউকে দেখি না যাহাদের সঙ্গ চাই
বিস্মিত ব-দ্বীপে প্রণয় গীতি রচে কোন সে জন?
আগুন বায়ু জলের কাছে করেছি যে সমর্পণ
আমি তো লিখি, মারফতি বইলে হাসে যে যবন
কাকে কবি বলে?এ যে গুম হওয়া অর্ধ জীবন!!


শামীম রেজা

	    
পুকুরঘাট

পুকুরঘাট

একদিন আমরা মাত্র কয়েকজন সদস্য নিয়ে পুকুরঘাট নামের একটি মেয়েদের ভার্চুয়াল দল খুলে ছিলুম। অচিরেই সে কয়েকটি সদস্যের দল কয়েক হাজার সদস্যের মেয়েদের দল হয় ওঠে। পুকুরঘাট দলের মত এত গুণী মেয়েদের সমাহার বাংলাদেশে খুব কম ভার্চুয়াল দলে আছে। কাজেই সেই দল সেখানেই আটকে থাকবে না বলা বাহুল্য। তাই পুকুরঘাট দলের অন্যতম উদ্যোগ হিসেবে প্রকাশিত হলো পুকুরঘাট পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One thought on “গুম হওয়া অর্ধ জীবন