চাঁদের আলোয়
নূপুর নাগ
লক্ষ্মীমেয়ের বৃষ্টিরা সব অলক্ষ্মী হয়, জ্যোৎস্না মেখে বিষ রাখে নীল অপরাজিতায়। অরূপরতন খুঁজতে গিয়ে রূপসাগরে, ডুব দিয়ে এই খোলামকুচি মন হারালে। কিংবা কিছু চাঁদ ভাসালে কোজাগরে, কার কী বা হয় ওলোটপালোট সেই খবরে! আসলে সব লক্ষ্মী এবং অলক্ষ্মীরাই, ভেতরবুকের হৃদকমলে কান্না জমায়।