চাঁদের আলোয়

নূপুর নাগ

লক্ষ্মীমেয়ের বৃষ্টিরা সব
অলক্ষ্মী হয়,
জ্যোৎস্না মেখে বিষ রাখে
নীল অপরাজিতায়।

অরূপরতন খুঁজতে গিয়ে
রূপসাগরে,
ডুব দিয়ে এই খোলামকুচি
মন হারালে।

কিংবা কিছু চাঁদ ভাসালে
কোজাগরে,
কার কী বা হয় ওলোটপালোট
সেই খবরে!

আসলে সব লক্ষ্মী এবং
অলক্ষ্মীরাই,
ভেতরবুকের হৃদকমলে
কান্না জমায়।

নূপুর নাগ

পুকুরঘাট

পুকুরঘাট

একদিন আমরা মাত্র কয়েকজন সদস্য নিয়ে পুকুরঘাট নামের একটি মেয়েদের ভার্চুয়াল দল খুলে ছিলুম। অচিরেই সে কয়েকটি সদস্যের দল কয়েক হাজার সদস্যের মেয়েদের দল হয় ওঠে। পুকুরঘাট দলের মত এত গুণী মেয়েদের সমাহার বাংলাদেশে খুব কম ভার্চুয়াল দলে আছে। কাজেই সেই দল সেখানেই আটকে থাকবে না বলা বাহুল্য। তাই পুকুরঘাট দলের অন্যতম উদ্যোগ হিসেবে প্রকাশিত হলো পুকুরঘাট পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *