নবনীতা সাঁতরা দে
বলেছিলে তুমি পাশে পাশে হেঁটে যাবে
মলাটের মতো কুয়াশা ঘনালো যেই
কিছুটা ফেরত খুচরো জমানো থাকে
পুরোটা জীবন অর্ধেক ছিলো কই?
সবকিছু আগে জানিয়ে দিলেই শেষ
নতজানু হোক তোমার গভীর জল
ভাবোনি কিছুই, জড়িয়েছ আশ্লেষ
ঢেউয়ের আঁখিতে কান্না খুব বিরল।
কিংবা যদিও ভাবছো সহজ খুব
কিংবা হয়তো ধুলোকণা আর আলো
হাতের ওপরে হাত রাখবার সুখ
আরও একবার মৃত্যুর আশা ভালো।
ব্যালকনি জুড়ে ছোট্ট ছোট্ট ফুল
সরিয়ে দেখছো ভীষণ জ্বরের রাত
দুলছে পাতারা ছায়া চাঁদ ঘরে নীল
জোৎস্না আজকে পাবেই গান বরাত।
ডাকছো যেমন দেবদারু মেঘ নামে
খসখসে দিনে আগুন পরোক্ষই
ভিজেছে সিঁড়িটা চিঠি রয়ে গেছে খামে
পাতাটা নড়ছে, পুরোনো প্রেমিক কই!
এক পশলা বৃষ্টির মত
ধন্যবাদ দিদি❤️
অপূর্ব..
আনন্দ🥰
খুব ভালো লাগলো নবনীতা।
আমি ধন্য হলাম সুজাতাদি🥰
“ঢেউ এর আঁখিতে কান্না খুব বিরল “- ছবি লেখা হল, পুরোটাই।
খুব ভালো লাগছে গৌরীদি❤️🙏
খুব ভালো লাগলো
বাহ্!…. খুব সুন্দর
দূর্দান্ত হয়েছে রে। বাকরুদ্ধ।
ভিজলাম ঐ জ্যোৎস্নায
মন উথাল পাতাল… নতজানু জল, দেবদারু মেঘ, আমরাও ভিজলাম।
খুব ভালো লিখেছিস।
সেভ করে রাখলাম। এমন কবিতার কাছে বারবার ফেরা যায়।
পড়লাম… কেমন একটা মন খারাপ করা ভালো লাগা… মন্দ দশা কাটিয়ে ও ভালোবাসা রেখে যায় নিজস্ব আবেশ এ…
খুব ভালো লাগলো…যেমন মন খারাপ করা সিনেমা দেখতে বেশি ভালো লাগে, আর মনে দাগ কেটে যায়,….ঠিক তেমনি ভালোলাগা
খুব ভালো লাগলো নবনীতা।
আগাগোড়া এক অপূর্ব অণুরণন। ।
খুব খুব ভালো লাগলো।
বড়ো ভালো লিখেছ।
কাব্য মানেই অন্য ভালোলাগা । তোমায় জানাই অনেক অনেক ভালোবাসা । ❤️
কি স্নিগ্ধ দুঃখ
খুব ভালো লাগল