সিঁড়িটা ভিজছে

সিঁড়িটা ভিজছে

নবনীতা সাঁতরা দে

বলেছিলে তুমি পাশে পাশে হেঁটে যাবে

মলাটের মতো কুয়াশা ঘনালো যেই

কিছুটা ফেরত খুচরো জমানো থাকে

পুরোটা জীবন অর্ধেক ছিলো কই?




সবকিছু আগে জানিয়ে দিলেই শেষ

নতজানু হোক তোমার গভীর জল

ভাবোনি কিছুই, জড়িয়েছ আশ্লেষ

ঢেউয়ের আঁখিতে কান্না খুব বিরল।




কিংবা যদিও ভাবছো সহজ খুব

কিংবা হয়তো ধুলোকণা আর আলো

হাতের ওপরে হাত রাখবার সুখ

আরও একবার মৃত্যুর আশা ভালো।




ব্যালকনি জুড়ে ছোট্ট ছোট্ট ফুল

সরিয়ে দেখছো ভীষণ জ্বরের রাত

দুলছে পাতারা ছায়া চাঁদ ঘরে নীল

জোৎস্না আজকে পাবেই গান বরাত।




ডাকছো যেমন দেবদারু মেঘ নামে

খসখসে দিনে আগুন পরোক্ষই

ভিজেছে সিঁড়িটা চিঠি রয়ে গেছে খামে

পাতাটা নড়ছে, পুরোনো প্রেমিক কই!
পুকুরঘাট

পুকুরঘাট

একদিন আমরা মাত্র কয়েকজন সদস্য নিয়ে পুকুরঘাট নামের একটি মেয়েদের ভার্চুয়াল দল খুলে ছিলুম। অচিরেই সে কয়েকটি সদস্যের দল কয়েক হাজার সদস্যের মেয়েদের দল হয় ওঠে। পুকুরঘাট দলের মত এত গুণী মেয়েদের সমাহার বাংলাদেশে খুব কম ভার্চুয়াল দলে আছে। কাজেই সেই দল সেখানেই আটকে থাকবে না বলা বাহুল্য। তাই পুকুরঘাট দলের অন্যতম উদ্যোগ হিসেবে প্রকাশিত হলো পুকুরঘাট পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 thoughts on “সিঁড়িটা ভিজছে

  1. “ঢেউ এর আঁখিতে কান্না খুব বিরল “- ছবি লেখা হল, পুরোটাই।

  2. দূর্দান্ত হয়েছে রে। বাকরুদ্ধ।

  3. মন উথাল পাতাল… নতজানু জল, দেবদারু মেঘ, আমরাও ভিজলাম।

  4. সেভ করে রাখলাম। এমন কবিতার কাছে বারবার ফেরা যায়।

  5. পড়লাম… কেমন একটা মন খারাপ করা ভালো লাগা… মন্দ দশা কাটিয়ে ও ভালোবাসা রেখে যায় নিজস্ব আবেশ এ…

  6. খুব ভালো লাগলো…যেমন মন খারাপ করা সিনেমা দেখতে বেশি ভালো লাগে, আর মনে দাগ কেটে যায়,….ঠিক তেমনি ভালোলাগা

  7. কাব্য মানেই অন্য ভালোলাগা । তোমায় জানাই অনেক অনেক ভালোবাসা । ❤️